ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগর দেখে অভিভূত প্রবাসী, মেয়রকে দিলেন হোল্ডিং ট্যাক্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, মে ২৪, ২০১৯
নগর দেখে অভিভূত প্রবাসী, মেয়রকে দিলেন হোল্ডিং ট্যাক্স হোল্ডিং ট্যাক্সের চেক তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে।

চট্টগ্রাম: দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। রমজানের ঈদে চট্টগ্রামের নিজ বাড়িতে এসে অভিভূত হয়ে যান। আগের চট্টগ্রাম আর এখনকার পরিপাটি চট্টগ্রাম দেখে মুগ্ধ হয়ে সিটি করপোরেশনে যান প্রবাসী জাহাঙ্গীর আলম। এসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে দেখা করে স্বপ্রণোদিত হয়ে দেন হোল্ডিং ট্যাক্সও।

নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলমকে এসময় ধন্যবাদ জানান মেয়র। নগর উন্নয়নে জাহাঙ্গীরের মতো নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, এই নগর যদি আমরা নিজেদের ঘর মনে করি, তাহলে নিজের ঘরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। সকলের প্রচেষ্টায় এ নগর হয়ে উঠবে বাসযোগ্য ও পরিপাটি একটি শহর।

আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করেছি উন্নত দেশের শহরের মতো একটি শহর গড়ে তোলার। এখনও অনেক কাজ বাকি আছে, নগরবাসী এগিয়ে এলে বাকিটুকু কাজও শেষ করতে পারব।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ২৪, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।