ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেড়কেজি মুরগির দামে এক কেজি ফুলকপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ২০, ২০১৯
দেড়কেজি মুরগির দামে এক কেজি ফুলকপি নাগালের বাইরে শাক-সবজির দাম।

চট্টগ্রাম: নগরের বাজারগুলোতে শাক-সবজির দাম মানুষের নাগালের বাইরে। ফুলকপি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, যা দেড় কেজি ব্রয়লার মুরগির দামের সমান। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩০ টাকা। এছাড়া প্রায় সবজির দাম ৬০ টাকার ওপরে।

সোমবার (২০ মে) দুপুরে নগরের কাজির দেউড়ী বাজার ঘুরে দেখা যায়, গাজর বিক্রি হচ্ছে ১৬০ টাকা, শিম কেজি ১৫০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, দেশী বেগুন ৫০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, তিতকরলা ৫০ টাকা, কাকরোল ৪০ টাকা, মিষ্টি কুমড়ার প্রতিকেজি ৪০ টাকা, মরিচ ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা ও ছোট কচু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাজির দেউড়ী এলাকার বাসিন্দা মো. আবুল কালাম বাংলানিউজকে বলেন, এক কেজি ব্রয়লার মুরগির দাম ১৩০-১৪০ টাকার মধ্যে, অথচ এক কেজি ফুলকপির দাম ২০০ টাকা।

ফুলকপির এ দামে দেড়কেজি ব্রয়লার মুরগি পাওয়া যাবে। এছাড়া অন্যান্য সবজির দামও ৬০ থেকে ১০০ টাকার ওপরে।
সবজি খাওয়ার আর দরকার আছে? তার চেয়ে বরং মাছ-মাংস খাওয়াই ভালো হবে।

কাজির দেউড়ী সবজি বাজারে বিক্রেতা মো. হাসান বলেন, পাইকারী বাজারে দাম বেশি, তাই খুচরা পর্যায়েও দাম বাড়তি। কিছু করার নেই।

তিনি বলেন, ফুলকপির এখন সিজন নেই। অল্প পরিমাণে স্থানীয় পর্যায়ে এ সবজি পাওয়া যাচ্ছে। তাই দাম বেশি, এক কেজি ২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

এদিকে মাছ ও মাংসের বাজারে দাম নাগালের মধ্যে রয়েছে। রুই মাছ কেজিতে বিক্রি হচ্ছে ৩২০ টাকা, কাতলা মাছ ৩৫০ টাকা, পাবদা মাছ ৬০০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস কেজিপ্রতি ৪৫০ থেকে ৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৩০ থেকে ১৪০ টাকা ও দেশী মুরগি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ২০, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।