ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি শিক্ষকের বাসায় গিয়ে হুমকির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ১৩, ২০১৯
চবি শিক্ষকের বাসায় গিয়ে হুমকির অভিযোগ

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলামকে বাসায় গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১২ মে) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

এ নিয়ে মাইদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রাত ৯টা ৩১ মিনিটে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি উল্লেখ করেন- সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আবাসিক শিক্ষক ভবনের সামনের খোলা জায়গায় ১০-১৫ জনের একটি দল এসে গালিগালাজ করে। এক পর্যায়ে বাসার নিচে নেমে আসতে বলে হুমকি দিয়ে যায় তারা।
১০ মিনিটের মতো চিৎকার ও গালিগালাজ করে তারা চলে যায়।  

এ বিষয়ে প্রক্টর মো. আলী আজগর চৌধুরীকে জানানোর জন্য কল দেওয়া হলে প্রক্টর কল রিসিভ করেনি বলে তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন।

তবে এ বিষয়ে জানতে মাইদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এমনকি ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করা হলেও তার সাড়া মেলেনি।

বিশ্ববিদ্যালয়েরর প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলানিউজকে বলেন, ওই সময়ে আমি মসজিদে নামাজে ছিলাম। তাই কল কেটে দিয়েছি।  

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।