ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সমস্যা চলছে: রুবানা হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, মে ১২, ২০১৯
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সমস্যা চলছে: রুবানা হক বক্তব্য দেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক

চট্টগ্রাম: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সমস্যা চলছে। তবে সমস্যাগুলো নিরসনে সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আশাকরি শিগগির এসব সমস্যা সমাধান সম্ভব হবে।

শনিবার (১১ মে) বিজিএমইএ’র ইফতার ও দোয়া মাহফিলে রুবানা হক এসব কথা বলেন। নেভি কনভেনশন হলে এ অনুষ্ঠান আয়োজন হয়।

চট্টগ্রামের ব্যবসায়ীদের উদ্দেশ্যে রুবানা হক বলেন, বন্দর সচল থাকলে ব্যবসা-বাণিজ্য ঠিক থাকবে। কাজেই বন্দর ঠিক রাখতে চট্টগ্রামের ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে।

‘আপনারা ৫০ শতাংশ কাজ সম্পন্ন করবেন। কারণ বন্দর আপনাদের, সবকিছু আপনাদের। বিজিএমইএ’র কর্মকাণ্ড শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না।  এজন্য এখানকার ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। ’

বিজিএমইএ’র ইফতার ও দোয়া মাহফিলে অতিথিরাসমস্যা জানাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব শিগগির আবারও চট্টগ্রামে আসতে চাই। আপনারা সমস্যাগুলো জানান। এসব সমস্যা নিয়ে সরাসরি আলোচনা করে সমাধান করা হবে।

বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নেতারা, বিভিন্ন শিল্পগ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।