ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

উটপাখি ও ইমু এলো চট্টগ্রাম চিড়িয়াখানায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, এপ্রিল ২৯, ২০১৯
উটপাখি ও ইমু এলো চট্টগ্রাম চিড়িয়াখানায় চট্টগ্রাম চিড়িয়াখানার খাঁচায় উটপাখি। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের ফয়’স লেকের চট্টগ্রাম চিড়িয়াখানায় দুই জোড়া উটপাখি  ও দুই জোড়া ইমু পাখি দর্শকদের জন্য খাঁচায় অবমুক্ত করেছে কর্তৃপক্ষ।

প্রতিজোড়া উটপাখির দাম পড়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। ইমু পাখির দাম জোড়া ১ লাখ ৩০ হাজার টাকা।

চট্টগ্রাম চিড়িয়াখানার খাঁচায় ইমু পাখি।  বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মো. শাহাদাত হোসেন শুভ।

তিনি জানান, বন্যপ্রাণী সরবরাহ করে এমন প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়ে পাখিগুলো বাংলাদেশ থেকেই সংগ্রহ করা হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার খাঁচায় উটপাখি।  ছবি: উজ্জ্বল ধর১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় দুর্লভ সাদা রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, চিত্রা, মায়া হরিণ, কুমির, জেব্রাসহ ৬৬ প্রজাতির ৬৩০টি পশুপাখি রয়েছে।

দর্শকদের জন্য জনপ্রতিটি টিকিটের দাম পড়বে ৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।