ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গম নষ্ট হওয়ার প্রমাণ পেয়েছে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
গম নষ্ট হওয়ার প্রমাণ পেয়েছে দুদক ফাইল ফটো

চট্টগ্রাম: রেলওয়ের অবহেলায় আখাউড়া স্টেশনে তিনটি বগিতে ৬০ টন সরকারি গম পড়ে থাকার প্রাথমিক তদন্তে এর প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলানিউজে ‘রেলওয়ের অবহেলায় ৬০ টন সরকারি গম নষ্টের পথে!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এ নিয়ে তদন্ত নামে দুদক।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সরেজমিন তদন্তে যান দুদকের সহকারি পরিচালক জাফর আহমেদ ও উপ-সহকারি পরিচালক নুরুল ইসলামসহ দুদক কর্মকর্তারা।

আরও খবর>> **রেলওয়ের অবহেলায় ৬০ টন সরকারি গম নষ্টের পথে!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারি পরিচালক নুরুল ইসলাম বলেন, সরেজমিনে আখাউড়া স্টেশনে আমাদের টিমসহ তদন্ত করেছি। গম বোঝাই বগি লাইনচ্যুত হওয়ায় অনেক বগি আটকে আছে।

কিছু গম নষ্টের পথে। তবে এ ঘটনায় কোন ধরণের অবহেলা, অনিয়মের আরো কোনো বিষয় আছে কিনা বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, গত ১৩দিন ধরে লাইনচ্যুত বগিগুলো উঠানো হয়নি। এর মানে, রেলওয়ের যথেষ্ট আন্তরিকতার অভাব আছে। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদকে এ বিষয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।