ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জব্বারের বলীখেলার ১১০তম আসর বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৮, এপ্রিল ২২, ২০১৯
জব্বারের বলীখেলার ১১০তম আসর বৃহস্পতিবার বলীখেলা আয়োজনের প্রস্তুতি দেখছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১০তম আসরের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

আয়োজক কমিটির সভাপতি জহর লাল হাজারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চ্যানেল টোয়েন্টিফোরের রিজিউনাল এডিটর কামাল পারভেজ, বাংলানিউজের ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, চসিক কাউন্সিলর ইসমাইল বালি, হাজী নুরুল হক, সলিমুল্লাহ বাচ্চু, আনজুমান আরা বেগম।

উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, এসএম জাফর, নিয়াজ মোহাম্মদ খান, মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, আকতার আনোয়ার চঞ্চল, কামরুজ্জামান রনি প্রমুখ।  

প্রসঙ্গত ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিট্রিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে বলীখেলা প্রতিযোগিতার সূচনা করেন।

তার মৃত্যুর পর এ প্রতিযোগিতা জব্বারের বলীখেলা নামে পরিচিতি লাভ করে। প্রতি বছর ১২ বৈশাখ নগরের লালদীঘি মাঠে এ বলীখেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় ‘বলী’।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুস্তি’ বলীখেলা নামে পরিচিতি। এ বলীখেলাকে ঘিরে প্রতি বছরই তিন দিনের মেলা বসে। মেলায় নিত্য প্রয়োজনীয় রকমারী পণ্যের পসরা নিয়ে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।