ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ওসি রদবদল

ডবলমুরিংয়ে সদীপ, পাহাড়তলীতে মাইনুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, মার্চ ১২, ২০১৯
ডবলমুরিংয়ে সদীপ, পাহাড়তলীতে মাইনুর সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সঙ্গে সদীপ কুমার দাশ ও মো. মাইনুর রহমান

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশকে বদলী করা হয়েছে এবং পাহাড়তলী থানার ওসি পদে বদলী করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাইনুর রহমানকে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের দেওয়া এক অফিস আদেশে তাদের বদলীর এ আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বাংলানিউজকে বলেন, ‘ডবলমুরিং থানার ওসি পদে সদীপ কুমার দাশকে এবং পাহাড়তলী থানার ওসি পদে মো. মাইনুর রহমানকে বদলী করা হয়েছে।

এর আগে ১০ মার্চ বিকেলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের দেওয়া এক অফিস আদেশে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিমকে বদলী করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বাংরাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।