ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘সনদ বাণিজ্য করছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, মার্চ ১০, ২০১৯
‘সনদ বাণিজ্য করছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়’ বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, উচ্চ শিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা সনদ বাণিজ্য করছে। তাদের কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে, রাষ্ট্রপতি তথা আচার্য কর্তৃক নিয়োগকৃত উপাচার্য, উপ-উপাচার্য ও পর্ষদকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। এ তিনটি পদ খালি আছে এমন বিশ্ববিদ্যালয়ের তালিকা বেশ বড়।

এ ছাড়া আচার্য কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে পরিচালনা বোর্ড বরখাস্ত করার নজিরও আছে। অনেক বিশ্ববিদ্যালয় নিয়মিত অ্যাকাডেমিক সভা করে না।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, এসব অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্ভাবনাময় এ খাতটি। আশা করি এসব অনিয়ম হতে প্রতিষ্ঠানগুলো বিরত থাকবে।

মাদক ও জঙ্গিবাদ তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, আজকের তরুণ সমাজ এ দুটি ব্যাধি হতে নিজেদের দূরে রাখবে বলে আমি বিশ্বাস করি।

সমাবর্তন বক্তা হিসেবে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বক্তব্য দেন।

সনদপ্রাপ্তদের উল্লাস।  ছবি: সোহেল সরওয়ারএ ছাড়া ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, উপাচার্য এম. সেকান্দর খান বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫০০, ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।