ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গাড়ির ধাক্কায় নিরাপত্তারক্ষী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, মার্চ ৪, ২০১৯
গাড়ির ধাক্কায় নিরাপত্তারক্ষী নিহত

চট্টগ্রাম: বন্দর এলাকায় গাড়ির ধাক্কায় নিজাম উদ্দিন (৩১) নামে বিএসআরএমের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) ভোরে বিএসআরএম ফটকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম কক্সবাজারের কুতুবদিয়ার মিয়াপাড়া বড়পুল এলাকার কামাল উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, বিএসআরএমের ফটকে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় নিজাম। পরে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।