ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
বোয়ালখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: বোয়ালখালীর আহলা কড়লডেঙ্গায় খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের নাম আবদুল করিম প্রকাশ পাঠান (৬৫)।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দাশের দিঘী এলাকার একটি খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠায় বলে বাংলানিউজকে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম।

তিনি বলেন, পাঠান নামের ওই বৃদ্ধ ২০-২৫ বছর ধরে আহলা দরবার শরীফে থাকতেন বলে জানতে পেরেছি। গত বুধবার (২০ ফেব্রুয়ারি) থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।