ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোটারি চিত্রাংকন প্রতিযোগিতা শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
রোটারি চিত্রাংকন প্রতিযোগিতা শুক্রবার

চট্টগ্রাম: ‘আমার ভাষা, আমার গানে, আঁকি আপন মনে' স্লোগানকে সামনে রেখে ভাষা দিবস উপলক্ষে রোটারি ক্লাব চট্টগ্রাম এরিষ্টোক্রেট আয়োজন করেছে রোটারি চিত্রাংকন প্রতিযোগিতা।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সিআরবি শিরীষ তলায় তিনটি বিভাগের এ প্রতিযোগিতা শুরু হবে সকাল সাড়ে ৮টায়। শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি- ক বিভাগ, ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি- খ বিভাগ, ৭ম থেকে ১০ম শ্রেণি গ বিভাগের অন্তর্ভুক্ত।

ক বিভাগের জন্য প্রতিযোগিতার বিষয়  উন্মুক্ত, খ বিভাগ: আমাদের ভাষা আন্দোলন, গ বিভাগ: তোমার চোখে আগামীর বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রতিটি বিভাগ থেকে ১০টি করে সর্বমোট ৩০টি পুরস্কার প্রদান করা হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে bit.do/artcomp2019 লিংক এ ক্লিক করে। অথবা ০১৮৩৯-৫৫৬৭৬৪, ০১৭১৫-৯৬৫০৫০ নম্বরেও জানানো যাবে রেজিষ্ট্রেশন করার তথ্য।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।