ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তি পেয়েছেন বাঁশখালীর লিয়াকত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
মুক্তি পেয়েছেন বাঁশখালীর লিয়াকত লিয়াকত আলী

চট্টগ্রাম: বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমদ।

তিনি বলেন, ‘বাঁশখালীর এলাকার লিয়াকত আলী নামে একজন মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল।

তিনি সবগুলোতে জামিন নিয়েছেন। ’

২০১৮ সালের ৩০ অক্টোবর লালদীঘি এলাকা থেকে লিয়াকত আলীকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। লিয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় দুই ডজনের অধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।