ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টমস দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
কাস্টমস দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা কাস্টমস দিবসের শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে কাস্টম হাউস প্রাঙ্গণে সংসদ সদস্য এমএ লতিফ শোভাযাত্রার উদ্বোধন করেন।

তিনি বলেন, কাস্টমসের রূপ অনেক বদলেছে।

শিল্পায়নে গতি এসেছে। কাস্টম কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কাস্টমস ও এনবিআরের ভূমিকা বেশি। তবে কালোবাজারি, চোরাচালান ও অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা দেশের ক্ষতি করতে চায়। তাদের শাস্তির আওতায় আনতে হবে।

কাস্টমস দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ লতিফ।  ছবি: বাংলানিউজএমএ লতিফ বলেন, গত ১০ বছর চট্টগ্রাম বন্দর এক দিনের জন্যও বন্ধ হয়নি। দেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। দেশে শিল্প বিপ্লব ঘটবে। প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করছেন।

শোভাযাত্রাটি বারিক বিল্ডিং মোড় ঘুরে আবার কাস্টম হাউসে ফিরে আসে। বাবুল জলদাসের ঢোল, আনসার ব্যান্ডদল, ঘোড়ার গাড়ি, প্লে কার্ড, ফেস্টুনে বর্ণিল ছিল শোভাযাত্রা।

কাস্টম দিবস উপলক্ষে নগরের প্রধান প্রধান সড়ক ও কাস্টম হাউসকে সাজানো হয় ব্যানার ফেস্টুনে।

এতে অংশ নেন সেমিনারের বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) প্রকাশ দেওয়ান, কাস্টমস দিবস উদযাপন কমিটি চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, কাস্টম হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামান, যুগ্ম কমিশনার তোফায়েল আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।