ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কারাবন্দি মায়ের শিশুরা পেলো চকলেট!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
কারাবন্দি মায়ের শিশুরা পেলো চকলেট! মেয়র আ জ ম নাছির উদ্দীনের চকলেট পেয়ে খুশিতে মেতে ওঠে শিশুরা।

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি মায়ের সঙ্গে থাকা ছয় বছরের কম বয়সী শিশুদের চকলেট দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২১ জানুয়ারি) কারাগার পরিদর্শনে গেলে মেয়র প্রথমে ছুটে যান কেয়ার সেন্টারের শতাধিক শিশুকে দেখতে। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

চকলেট পেয়ে খুশিতে মেতে ওঠে শিশুরা। কেউ কেউ দৌড়ে গিয়ে সেলে থাকা মাকে দেখায় চকলেট।
  

পরে মেয়র নারী সেলসহ পদ্মা, বিপ্লবী তারকেশ্বর সেল পরিদর্শন করেন। মেয়র কারাগারে ডাস্টবিন, টেলিভিশন, মশার ওষুধ এবং শিশুদের খেলনা সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন।  
এ সময় মেয়রের সঙ্গে ছিলেন চট্টগ্রাম কারা উপমহাপরিদর্শক একেএম ফজলুল হক, সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র জেল সুপার কামাল হোসেন, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রকৌশলী বিপ্লব দাশ, অসীম বড়ুয়া, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দীকী, কারা হাসপাতালের সহকারী সার্জন মো. মোস্তাফিজুর রহমান, জেলার নাসির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।