ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনী প্রচারণা শুরু করলেন নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
নির্বাচনী প্রচারণা শুরু করলেন নওফেল শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় হযরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এ সময় নওফেলের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ নেতাকর্মীরা।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  ছবি: সোহেল সরওয়ারমঙ্গলবার হযরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের পর ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী প্রচারণা শুরু করে কেসি দে রোডে তার নির্বাচনী কার্যালয়ে যান।

সেখান থেকে বক্সিরহাট ওয়ার্ড এলাকায় প্রচারণায় যাবেন নওফেল।

দুপুরের পর তিনি পাথরঘাটা ওয়ার্ডে প্রচারণা চালাবেন বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

জিয়ারত শেষে আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, সাংগঠনিকভাবেও শক্তিশালী। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার চট্টগ্রামে প্রচুর উন্নয়ন কাজ করেছে। এসব কারণে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।