ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঐক্যের ডাক দিয়ে গেলেন আ’লীগ প্রার্থীরা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ঐক্যের ডাক দিয়ে গেলেন আ’লীগ প্রার্থীরা প্রার্থী ও সমর্থকরা মোনাজাতে অংশ নেন । ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: সব দলের অংশগ্রহণে এবার নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে তাই আবারও এসেছে ঐক্যের ডাক।

বুধবার (২৮নভেম্বর) সকালে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে একত্রিত হয়ে নৌকার ৬ প্রার্থী এ শপথ নেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর মুখে মিষ্টি তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।                     <div class=

" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/bg20181128184102.jpg" style="margin:1px; width:100%" />এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। নগরের ৬ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের বিজয়ী করতে হবে, এটা আমাদের দায়িত্ব।

মিষ্টিমুখ করাচ্ছেন মেয়রতিনি বলেন, নেতা-কর্মীদের সব মতানৈক্য ভুলে একযোগে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হবে। আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নগরের ৪১টি ওয়ার্ডে এবং কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।

এরপর প্রার্থী ও সমর্থকরা মোনাজাতে অংশ নেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। পরে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন।

সংসদ সদস্য এম এ লতিফকে মিষ্টিমুখ করাচ্ছেন চসিক মেয়র।  ছবি: সোহেল সরওয়ারএসময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য আফছারুল আমিন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য মইনুদ্দীন খান বাদল, চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য এম এ লতিফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-৪ আসনে মনোনয়নপ্রাপ্ত দিদারুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।