ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রাম: নগরের কর্নেলহাট ও জেলার সাতকানিয়ায় পৃথক সড়ক ‍দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটহাজারী উপজেলার কাটিরহাট ধলই এলাকার আলী আহমদের ছেলে মো. জাহাঙ্গীর (৪৮) ও সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকার মাহমুদুল হকের ছেলে মো. তাহসিন (১২)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, কর্নেলহাট ও সাতকানিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মো. আলাউদ্দিন তালুকদার বলেন, দুপুরে নগরের কর্নেলহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন মো. জাহাঙ্গীর।

জাহাঙ্গীর একটি প্রসাধনী কোম্পানির বিক্রয় প্রতিনিধি। এবং টিফিন ছুটিতে স্কুলের গেইটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে আহত হন মো. তাহসিন। তাহসিন ছদাহা কেওচিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।