ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের ওপর হামলা, বিএনপির ১৫০ জনের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
পুলিশের ওপর হামলা, বিএনপির ১৫০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর পর আদালত চত্বরে পুলিশের ওপর ‘হামলার’ অভিযোগে বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (২১ অক্টোবর) বিকেলে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে এ মামলা করেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, আদালত চত্বরে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ডা. শাহাদাত হোসেনসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এর আগে দুপুরে কোতোয়ালী থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কোতোয়ালী থানায় আমির খসরুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad