ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগের কমিটি নিয়ে ফের উত্তপ্ত চট্টগ্রাম কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ছাত্রলীগের কমিটি নিয়ে ফের উত্তপ্ত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে ফের উত্তপ্ত চট্টগ্রাম কলেজ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ছাত্রলীগের ঘোষিত কমিটি নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম কলেজ। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিবাদমান পক্ষগুলোর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ লাঠিচার্জ করে ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

ছাত্রলীগের কমিটি নিয়ে ফের উত্তপ্ত চট্টগ্রাম কলেজ।                     <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="https://cdn.banglanews24.com/media/imgAll/2018September/bg/bg120180919182836.jpg" style="margin:1px; width:100%" />সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা বাংলানিউজকে জানান, গণি বেকারি এলাকায় শিক্ষার্থীদের দুটি পক্ষ মিছিল নিয়ে মুখোমুখি হয়। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
একটি পক্ষ সড়কে বসে বিক্ষোভের চেষ্টাও করে। আমরা গিয়ে তাদের সরিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।