ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মন্দির নির্মাণের সহায়তায় মোস্তফা হাকিম ফাউন্ডেশন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
মন্দির নির্মাণের সহায়তায় মোস্তফা হাকিম ফাউন্ডেশন মন্দির নির্মাণের সহায়তায় মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন

চট্টগ্রাম: দক্ষিণ কাট্টলীতে শ্রী শ্রী কালীমাতা ঠাকুরাণী মন্দির ভবন নির্মাণের জন্য লোহা দিয়ে সহায়তা করলেন সাবেক সিটি মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলম।

মঙ্গলবার(১৮ সেপ্টেম্বর) এ সহায়তা দেন তিনি।

মন্দির ভবন নির্মাণের জন্য অনুদান হিসেবে মন্দিরের সভাপতি ডা. ননী গোপাল দাশ ও সহ-সভাপতি বাবু সুনীল বরণ দাশের নিকট লোহা প্রদান করেন।

এসময় তিনি বলেন, আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিকট সর্বদা সেবার হাত প্রসারিত করে। সেবার মনোভাব নিয়ে সামাজিক কাজ করার জন্য সমাজের বিত্তবানদের এগিযে আসতে হবে।

এ সময়  মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. সরোয়ার আলম, মহাব্যবস্থাপক নিপুর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়:২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।