ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বীকৃতি ছাড়াই না ফেরার দেশে মুক্তিযোদ্ধা 

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
স্বীকৃতি ছাড়াই না ফেরার দেশে মুক্তিযোদ্ধা 

চট্টগ্রাম: রাষ্ট্রীয় স্বীকৃতি ও গার্ড অব অনার ছাড়াই চলে গেলেন চন্দনাইশের মুক্তিযোদ্ধা আবদুল বায়েছ ওরফে আবুল বশর (৭০)। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর এলাকার বাসিন্দা এ মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের রনাঙ্গণে না হারলেও দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে হেরে গেলেন।

মৃত্যুকালে তিন কন্যা, এক পুত্র ও স্ত্রী রেখে যান তিনি ।

আবদুল বায়েছ ওরফে আবুল বশর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে হাবিলদার আবু মো. ইসলাম গ্রুপের ডেপুটি কমান্ডার ছিলেন।

 

আবদুল বায়েছের মেয়ের জামাতা শামসুল আরেফীন জানান, রোববার (১৬ সেপ্টেম্বর) পর তাকে দাফন করতে নিয়ে যাওয়ার সময়  গার্ড অব অনার না দেওয়ায় স্থানীয় অনেকেই অবাক হন। তারা জানতেন না এ মুক্তিযোদ্ধা সরকারি তালিকায় নেই। কিছুদিন আগে চন্দনাইশ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে তিনি পুত্র-কন্যাদের আগ্রহে আবেদনের মাধ্যমে অংশগ্রহণ করেন। কিন্তু রহস্যজনকভাবে যাচাই-বাছাইয়ে বাদ পড়েন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।