ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ছাত্রলীগের কমিটি ঘোষণাকে ইস্যু করে সংঘর্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
চট্টগ্রামে ছাত্রলীগের কমিটি ঘোষণাকে ইস্যু করে সংঘর্ষ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদনকে ঘিরে পদবঞ্চিতরা দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইট-পাটকেল ছুড়ে, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করে। এ সময় পরীক্ষার্থীসহ সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কটি গাড়িশূন্য হয়ে পড়ে।

কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে, যুগের পর যুগ ছাত্রশিবিরের দুর্গ হিসেবে পরিচিত চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণাকে ইস্যু করে বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে।

আরও খবর>>
** 
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতারা সড়ক অবরোধ করে মিছিল করে।

তারা সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, চট্টগ্রাম কলেজ এলাকায় সংঘর্ষে আহত হয়েছেন এমন কাউকে জরুরি বিভাগে আনা হয়নি।   

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এআর/টিসি          

       

     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।