ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় ১২ মামলার পলাতক আসামি শিবির নেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
সাতকানিয়ায় ১২ মামলার পলাতক আসামি শিবির নেতা গ্রেফতার পুলিশের হাতে আটক শিবির নেতা, ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সাতকানিয়া থেকে ১২ মামলার পলাতক আসামি ও শিবির নেতা দিদারুল আলম প্রকাশ দিদার প্রকাশ ইমনকে (৩০) গ্রেফতার করেছে পু্লিশ।

রোববার (১৬ সেপ্টেম্বর) ভোরে সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়াডাঙ্গা ওয়াহেদপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে বাংলানিউজকে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. রফিকুল হোসেন।

দিদারুল আলম পশ্চিম গাটিয়াডাঙ্গা ওয়াহেদপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

ওসি মো. রফিকুল হোসেন বলেন, শিবির ক্যাডার দিদারুল আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, পু্লিশের উপর হামলা, ছিনতাই ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে।

দিদারুল আলমকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।