ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২১ আগস্ট গ্রেনেড হামলার হোতা তারেক জিয়ার ফাঁসি দাবি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
২১ আগস্ট গ্রেনেড হামলার হোতা তারেক জিয়ার ফাঁসি দাবি ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী অভিযুক্ত তারেক জিয়া গংদের ফাঁসির দাবিতে সমাবেশ

চট্টগ্রাম: ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা প্রচেষ্টা ও গণহত্যার পরিকল্পনাকারী অভিযুক্ত তারেক জিয়া গংদের ফাঁসির দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) জাগ্রত ছাত্র যুব জনতার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

নগরের সিইপিজেড চত্বরে সভায় সংগঠনের আহ্বায়ক এএসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

খোরশেদ আলম সুজন বলেন, সকল প্রকার সাক্ষ্য প্রমাণ, ডক্যুমেন্টারি এভিডেন্সে পরিস্কারভাবে প্রমাণ হয়েছে যে, তারেক জিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা হয়েছে। সেই হামলার মূল লক্ষ্য জাতিরজনকের কন্যা শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের হত্যা করে দেশের মুক্তিযুদ্ধের চেতনার ধারাকে ধ্বংস করে দেওয়ার।

দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে কোলতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার। রাষ্ট্রীয় ক্ষমতার দণ্ড থাকবে সাম্প্রদায়িক শক্তি প্রতিভূ বিএনপির হাতে আর বিকল্প জামাত থাকবে বিএনপির কোলে। এখনই সময় এই অশুভ শক্তির বিষদাঁত ভেঙে রাষ্ট্র ও গণতন্ত্র অসাম্প্রদায়িক চেতনাকে নিরাপদ করা। তাই বাংলার জনগণের এক দাবি একুশে আগস্টের গ্রেনেড হামলাকারীদের মূল নায়ক তারেক জিয়া গংদের ফাঁসি। আর কয়েক দিনের মধ্যে জাতি এক নির্বাচনী মহাউৎসবে মেতে উঠবে। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে এই উৎসবে শরিক হবে। কিন্তু এই উৎসবে গণতন্ত্রের ভিলেন ২১ আগস্টের গণহত্যার, গণতন্ত্র হত্যার নায়কদেরা দূরে ছুঁড়ে দিতে হবে। এই উৎসবে রক্তের ঋণ শোধ হবে একটি অসাম্প্রদায়িক শোষণহীন সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করে। যারা এই আকাক্ষার বিপরীতে তাদের শিখর উপড়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, দেশবাসী আপনাদের আজ সিদ্ধান্ত নেওয়ার সময়। জাতিসত্তার খুনীদের উত্তরাধিকার তারেক জিয়া ও মুফতি হান্নান চক্রকে কি এগিয়ে যেতে দেবেন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিয়ে? নাকি তাদের থামিয়ে দেবেন, অতীতের খলনায়কদের মতো লজ্জা আর পরাজয়ের পাথর বেঁধে অতল গহ্বরে নিক্ষেপ করে। আসুন আমরা বিভেদের হিংস্র শ্বাপদ আর হায়েনাদের পরাজয়ের সমাধিতে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে বলি ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শত্রুর বিরুদ্ধে গড়ে তুলি ইস্পাত কঠিন ঐক্যের প্রাচীর।

জাগ্রত ছাত্র যুব জনতার সদস্য সচিব রকিবুল আলম সাজ্জীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, রোটারিয়ান মো. ইলিয়াছ, জামশেদুল আলম চৌধুরী, ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ, যুগ্ম-আহ্বায়ক আবু তাহের, বন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইবনে সালাউদ্দিন, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাজী মো. হাসান, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইসকান্দর মিয়া, যুগ্ম-আহবায়ক মোর্শেদ আলী, নূর নবী চৌধুরী লিটন, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলি, নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক সুমন, মহানগর সৈনিক লীগের আহবায়ক শফিউল আজম বাহার, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ বেগ, সাবেক ছাত্রলীগ নেতা শওকত হোসাইন, ফরহান আহমেদ, মোহাম্মদ সালাউদ্দিন, খলিলুর রহমান নাহিদ, মোরশেদ আলম, এস এম আবু তাহের, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য সাইফুল্লাহ আনসারী, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, শামসুল আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নুরুল কবির, মাইনুল হক লিমন, আবদুস সালাম মাসুম, মহিলা কাউন্সিলর নিলু নাগ, আনিসুর রহমান ইমন, হাজী হাবিব শরীফ, এনামুল হক মিলন, জাহেদ আহমেদ চৌধুরী, আজিজুর রহমান আজিজ, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু, রাজিব হাসান রাজন, আশিকুন্নবী চৌধুরী, নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু প্রমুখ।

সমাবেশ স্থলের পাশে অভিযুক্ত আসামিদের ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad