ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
১০০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার ১০০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার ফ্রেন্সিস রোড এলাকায় একটি কলোনিতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ নাজমা আকতার(৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ননিয়ার কলোনি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, কোতোয়ালী থানায় এ পর্যন্ত সর্ববৃহৎ মাদক চালান এটি।

এ চক্রটির মূল হোতা আলাউদ্দিন নামে এক মাদক বিক্রেতা। যার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১০টি মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বাংলানিউজকে বলেন, এ চক্রটি কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া থেকে এসব গাঁজা এনে চট্টগ্রামে মজুদ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত কার্টন ও এক ড্রামে প্রায় ১০০ কেজি গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।  

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়:১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।