ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘এক সময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশটি বিশ্বের রোল মডেল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
‘এক সময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশটি বিশ্বের রোল মডেল’ চট্টগ্রাম বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সেমিনার

চট্টগ্রাম: এক সময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশটি এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বলে দাবি করেছেন বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

শনিবার (১৫ সেপ্টেম্বর)দুপুরে চট্টগ্রাম বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইনস্টিটিউটের প্রফেসর ড. জরিন আখতার।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম ও স্বাগত বক্তব্য দেন ওই ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর  ড.  মো. দানেশ মিয়া।  

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, টেকসই উন্নয়নের জন্য বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দেশের তরুণ-মেধাবী শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ সৃষ্টিতে অবদান রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক সময়কার তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত।  

তিনি আরও বলেন, বর্তমান সরকার উচ্চ শিক্ষার মান উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি করছেন। শিক্ষার্থীরা এ সুযোগ-সুবিধা ব্যবহারের মাধ্যমে মানবসম্পদে রূপান্তরিত হবে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয় একটি বৈশ্বিক সমস্যা । এর বিরূপ প্রতিক্রিয়ার ফলে সারা বিশ্ববাসী আজ আতংকিত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি  জীববৈচিত্র্য সুরক্ষা, পরিকল্পিত বনায়ন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের  এগিয়ে আসতে হবে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশ যেমন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল  তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে। যেটি অত্যন্ত গৌরবের।  

তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বন-গবেষকদের  দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান।  

সেমিনারে টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।  

বাংলাদেশ সময়:১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।