ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেলা পরিষদ সদস্যকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
জেলা পরিষদ সদস্যকে ছুরিকাঘাত ছুরিকাঘাতে আহত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর চৌধুরী। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাসায় ফেরার পথে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর চৌধুরীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) মধ্য রাতে নগরের পাঁচলাইশ থানার এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এসএম আলমগীর চৌধুরী চট্টগ্রাম জেলা পরিষদের ১২ নম্বর (আনোয়ারা-আংশিক বাঁশখালী) ওয়াডের্র সদস্য।

ছুরিকাঘাতে আহত এসএম আলমগীর চৌধুরীর সহধর্মিনী নাদিরা বেগম বাংলানিউজকে বলেন, রাতে বাসায় ফেরার পথে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী আমার স্বামীকে হত্যার পেছন থেকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এতে পিটে ও হাতে গুরুতর জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একটুপর পিটে অপারেশন করবেন চিকিৎসকরা।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় অজ্ঞাত সন্ত্রাসী আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পাঁচলাইশ থানার এসআই নির্দশন বড়ুয়া বাংলানিউজকে বলেন, পূ্র্ব শত্রুতার জের ধরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।