ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাসলাইন ফেটে আগুন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
গ্যাসলাইন ফেটে আগুন!

চট্টগ্রাম:  নগরের পাঁচলাইশ পশ্চিম ষোলশহর নাজিরপাড়া এলাকায় ওয়াসার উন্নয়নকাজের সময় গ্যাসলাইন ফেটে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসের বায়েজিদ ও কালুরঘাট স্টেশনের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বাংলানিউজকে জানান, চট্টগ্রাম ওয়াসার উন্নয়নকাজ করার সময় গ্যাস লাইন ফেটে যায়।

এ সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে যায়। যার উচ্চতা ছিল ১০ ফুট।
পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পরও ২০ ফুট জায়গায় গ্যাসের বুদবুদ দেখা যায়। এরপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে খবর দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।   

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এআর/টিসি

 

 

    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।