ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৪৬ মেয়াদোত্তীর্ণ অটোরিকশা ধ্বংস বিআরটিএর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
৪৬ মেয়াদোত্তীর্ণ অটোরিকশা ধ্বংস বিআরটিএর ১ হাজার ৮০টি সিএনজি চালিত অটোরিকশা ধ্বংস করার প্রক্রিয়া শুরু বিআরটিএর

চট্টগ্রাম: মেয়াদ পেরিয়ে ‘চলন্ত বোমায়’ পরিণত হওয়া ১ হাজার ৮০টি সিএনজি চালিত অটোরিকশা ধ্বংস করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএর) চট্টগ্রাম বিভাগীয় অফিস।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) নগরের বিআরটিএ অফিসে এ কার্যক্রম শুরু হয়।  প্রথম দিনই ধ্বংস করা হয় ৪৬ মেয়াদোত্তীর্ণ অটোরিকশা।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় অফিসের উপ-পরিচালক (ইঞ্জি) মোহাম্মদ শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, কর্তৃপক্ষের নির্দেশনায় চট্টগ্রামে ১১ সিরিয়ালের ১ হাজার ৮০টি মেয়াদোত্তীর্ণ অটোরিকশা ধ্বংস করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রথম দিন ৪৬টি মেয়াদোত্তীর্ণ অটোরিকশা ধ্বংস করা হয়েছে।

পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ সব অটোরিকশা ধ্বংস করা হবে।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর, বিআরটিএর সহকারী পরিচালক (চট্টগ্রাম মেট্রো-১) সুব্রত কুমার দেবনাথ, মোটরযান পরিদর্শক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়ঃ ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।