ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কচুরিপানার বাণিজ্যিক ধারণা, পুরস্কৃত চবি শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
কচুরিপানার বাণিজ্যিক ধারণা, পুরস্কৃত চবি শিক্ষার্থীরা কচুরিপানার বাণিজ্যিক ধারনায় দিয়ে চবি শিক্ষার্থীরা পুরস্কৃত

চট্টগ্রাম: জীবপ্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী প্রতিযোগিতায় দুটি জাতীয় এবং একটি আন্তর্জাতিক পুরস্কার পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা।

সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় দেশের প্রথম জাতীয় জীবপ্রযুক্তি মেলা ২০১৮।

২০ হাজার বিজ্ঞানী, উদ্যোক্তা, শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সংগঠক এই আয়োজনে অংশ নেন।

এতে  জেনেটিক্স, বায়ইনফরমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি ভিত্তিক আইডিয়ার জাতীয় পোস্টার প্রদর্শনিতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম এজাজ, আবদুর রহমান অপু ও  মিফতাহ মুশফিক তানিম।  

৩৭ টি বিশ্ববিদ্যালয়ের ৬০০ জন গবেষকের ২০২ টি পোস্টার উপস্থাপিত হয় এ প্রতিযোগিতায়।

ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতার বিরুদ্ধে তারা উপস্থাপন করেন একটি মলিকুলার মডেল। এছাড়াও অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় বায়োটেকনোলজি ভিত্তিক বিজনেস আইডিয়া উপস্থাপন প্রতিযোগিতা।  

এতে ২৫ টি বিশ্ববিদ্যালয়ের ১০০ টি দলের মধ্যে তিন ধাপ প্রতিযোগিতা শেষে রানার আপ হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তউসিফ রাজা, সুমাইয়া হাফিজ ও আবদুর রহমান অপু।  

তাদের উপস্থাপিত কচুরিপানাকে জৈবপ্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে বাণিজ্যিক ধারনা পুরস্কৃত হয়। বাংলাদেশের প্রথমবারের মতো আয়োজিত হলো অস্ট্রেলিয়ার দি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের সহযোগিতায় বিশ্বনন্দিত থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতা। তিন মিনিটে গবেষণা উপস্থাপনের এই জনপ্রিয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থি মৌসুমি ভৌমিক।  

বাংলাদেশের ডায়বেটিস রোগীদের জিনগত পরিবর্তন ও অতিরিক্ত ওজনের সাথে সম্পর্ক নির্ণয় নিয়ে তার গবেষণা উপস্থাপনের জন্য এই পুরস্কার অর্জন করেন। থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতায় দেশের ৩২ টি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।