ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি বিএনসিসি’র রজতজয়ন্তী ১০ অক্টোবর

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
চবি বিএনসিসি’র রজতজয়ন্তী ১০ অক্টোবর

চট্টগ্রাম: প্রতিষ্ঠার ২৫ বছরপুর্তিতে বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ-শাখার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্লাটুন ইউনিট। আগামী ১০ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

চবি বিএনসিসি (নৌ-শাখা)’র প্রাক্তন ক্যাডেট ও ‘এ্যাংকরসিইউ’র সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা এ তথ্য জানান।

তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস। বিএনসিসি (নৌ-শাখা) চবি প্লাটুন ইউনিটের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) ও চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. তৌহিদ হোসেন চৌধুরী এই মিলন মেলার সভাপতিত্ব করবেন।
এছাড়া বিএনসিসি (নৌ-শাখা)’র চট্টগ্রাম ফ্লোটিলার অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনসিসি (নৌ-শাখা) চবি প্লাটুন ইউনিটের প্রাক্তন ও বর্তমান ক্যাডেটরা উপস্থিত থাকবেন এই মিলন মেলায়।

চবি বিএনসিসি (নৌ-শাখার)’র প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘এ্যাংকরসিইউ’ এ মিলন মেলার পৃষ্ঠপোষকতা করছে।

পুলিশ পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে- আলোচনা সভা, কথামালা, স্মৃতিচারণ, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

ইতোমধ্যে রজতজয়ন্তী উৎসবের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ‘এ্যাংকরসিইউ’র ওয়েব সাইটে রেজিস্ট্রশন সম্পন্ন করার জন্য প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের অনুরোধ করা হয়েছে। ‘এ্যাংকর সিইউ’-এর ওয়েব সাইট ঠিকানা: http://www.anchorcu.com

বিস্তারিত জানতে বর্তমান ক্যাডেটদের বিএনসিসি (নৌ-শাখা) চবি প্লাটুন ইউনিট অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে এবং প্রাক্তন ক্যাডেটদের ‘এ্যাংকর সিইউ’-এর সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা’র সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad