ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আসকার দীঘির পাড়ের আগুনে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
আসকার দীঘির পাড়ের আগুনে নিহত ১ আসকার দীঘির পাড়ের আগুন। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন আসকার দীঘির পশ্চিম পাড়ে লোকনাথ মন্দির ও আশপাশের কাঁচা ঘরে লাগা আগুনে দম বন্ধ হয়ে নিহত হয়েছেন অরুন চক্রবর্তী (৬০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বাংলানিউজকে নিশ্চিত করেছে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া।

আরও খবর>>
** 
আসকার দীঘির পশ্চিম পাড়ে আগুন

অরুন চক্রবর্তী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের হিসাবরক্ষক বলে জানা গেছে।

শীলাব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, আসকার দীঘির পশ্চিম পাড়ে অগ্নিকাণ্ডের সময় ৬০ বছর বয়সী অরুণ চক্রবর্তীকে আহত অবস্থায় নিয়ে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।