ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা মেয়রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা মেয়রের সৌদি আরবে বাংলাদেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (২২ আগস্ট) সকালে সৌদি আরব থেকে তিনি এ শুভেচ্ছা জানান।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই।

সবার সুষ্ঠু ও সুন্দর ঈদ কাটুক এ কামনা করছি।

সৌদি আরবে বাংলাদেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/bg-2_meyar20180822132441.jpg" style="margin:1px; width:100%" />তিনি বলেন, ঈদুল আজহায় যেহেতু পশু কোরবানি আছে, তাই নগরজুড়ে বর্জ্য অপসারণের বিষয় রয়েছে। বিকেলের মধ্যেই পুরো নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি কাজ করছে।

বর্জ্য অপসারণের বিষয়টি তিনি নিজেই তদারকি করছেন জানিয়ে মেয়র বলেন, নির্ধারিত সময়ের আগেই পুরো নগরকে পরিচ্ছন্ন করা হবে।

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে নিরাপদে চট্টগ্রামে ফিরতে নগরবাসীর কাছে দোয়া চান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।