ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোরবানির বর্জ্য অপসারণে চলছে চসিকের কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
কোরবানির বর্জ্য অপসারণে চলছে চসিকের কার্যক্রম বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ছবি উজ্জ্বল ধর

চট্টগ্রাম: কোরবানি পশুর বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরের বিভিন্ন এলাকায় বুধবার (২২ আগস্ট) সকাল থেকে ৫ হাজার কর্মী ও ২৪৮টি গাড়ি নিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে চসিক।

চসিকের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন বাংলানিউজকে এ তথ্য জানান।

শৈবাল দাশ সুমন বাংলানিউজকে বলেন, নগরের বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণে কাজ করছেন সিটি করপোরেশনের ৫ হাজার কর্মী।

এসব বর্জ্য অপসারণে নিয়োজিত রয়েছে ২৪৮টি গাড়ি। অপসারণের জন্য বর্জ্য গাড়িতে তোলার কাজও শুরু হয়েছে।

তিনি বলেন, পুরো নগরকে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ চার জোনে ভাগ করে চারজন কাউন্সিলরের নেতৃত্বে বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে। ২০ জনের একটি মনিটরিং টিম কাজ করছেন।

শৈবাল দাশ সুমন বলেন, নাগরিকদের সহযোগিতা পাচ্ছি। তারা আমাদের সহযোগিতা করছেন। নিজেরা পানি দিয়ে রক্ত পরিষ্কার করছেন। পশুর বর্জ্য পলিথিনে মুড়িয়ে রাখছেন। এতে আমাদের কর্মীদের কাজ দ্রুত হচ্ছে।

তিনি বলেন, আমরা বিকেল ৪টার মধ্যে বর্জ্য অপসারণের প্রত্যাশা করেছিলাম। আশা করছি পশু জবাইয়ের ঘণ্টা দুয়েকের মধ্যেই পুরো নগর পরিষ্কার করে ফেলতে পারবো। বিকেল ৩টার মধ্যে নগরের সমস্ত বর্জ্য অপসারণ হয়ে যাবে।

 

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।