ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদ জামাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
ঈদ জামাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মাওলানা আতাউর রহমান ইউনুছ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউর রহমান ইউনুছ।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে কোরবানি সম্পর্কে বিভিন্ন মাসয়ালা নিয়ে বয়ান করেন আতাউর রহমান ইউনুছ। পরে ৮টায় ঈদের জামাত শেষে দেশ ও জাতির সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি।

এতে হাজারও মুসল্লি অংশ নেন।

এদিকে ঈদের জামাতের জন্য আসা মুসল্লিদের নিরাপত্তায় মসজিদের প্রধান দুই প্রবেশ পথে মোতায়েন ছিল পর্যাপ্ত পরিমাণ পুলিশ।

মসজিদের ভেতরে প্রবেশ করার আগে মুসল্লিদের তল্লাশি করেন তারা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা বাংলানিউজকে জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে মুসল্লিদের জন্য আন্দরকিল্লা মসজিদে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নামাজ চলাকালীন ৩ জন উপ-পরিদর্শকসহ ১৮ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

এছাড়া মসজিদের চার পাশে সাদা পোশাকের পুলিশও মোতায়েন ছিলো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।