ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডায়মন্ড সিমেন্টের চারা বিতরণ কর্মসূচি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
ডায়মন্ড সিমেন্টের চারা বিতরণ কর্মসূচি চারা বিতরণ করেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী

চট্টগ্রাম: কুমিল্লায় নির্মাণশিল্প ব্যবসায়ীদের মধ্যে চারা বিতরণ করেছে ডায়মন্ড সিমেন্ট। জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যাগ নেয় সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠানটি।

সম্প্রতি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় চারা বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ কর্মসূচির। এ উপলক্ষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী প্রধান অতিথি ছিলেন।

লায়ন হাকিম আলী বলেন, বাংলাদেশে দ্রুত নগরায়ণ ঘটছে। রাস্তা-ঘাট, অফিস-আদালত, ঘর-বাড়ি ইত্যাদি ভৌত অবকাঠামো নির্মাণের প্রয়োজনে বৃক্ষনিধন করছি আমরা।

কিন্তু এসব জায়গায় আমাদের দ্রুত বৃক্ষ প্রতিস্থাপন করতে হবে। গাছপালা লাগিয়ে জনজীবনে স্বস্তি আনতে হবে।

ডায়মন্ড সিমেন্টের নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) জসীম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) আরিফুল ইসলাম স্বপন, এমএ রহিম, এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার মকবুল হেসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানে নির্মাণশিল্প ব্যবসায়ীদের একটি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।