ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আবাসিকে গ্যাস সংকট থাকছে না চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
আবাসিকে গ্যাস সংকট থাকছে না চট্টগ্রামে মহেশখালীর মাতারবাড়ীর ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)

চট্টগ্রাম: শিল্প-কারখানা ছাড়া চট্টগ্রামে গ্যাসের চাহিদা ২২৪ মিলিয়ন ঘনফুট। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) যুক্ত হওয়ায় চাহিদার সমপরিমাণ গ্যাস সরবরাহের সক্ষমতা বেড়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল)। ফলে আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাস সংকট থেকে মুক্তি মিলছে বলে দাবি করেছেন কেজিডিসিএলের কর্মকর্তারা।

কেজিডিসিএল সূত্রে জানা গেছে, চট্টগ্রামে গ্যাসের গ্রাহক প্রায় ৬ লাখ। এর মধ্যে আবাসিক গ্রাহকের সংখ্যা ৫ লাখ ৮০ হাজারের বেশি।

বাকিগুলো শিল্পখাত পর্যায়ের গ্রাহক।

আরও খবর>>
** 
এলএনজি নিয়ে মহেশখালীতে ভিড়ল 'এক্সিলেন্স'

চট্টগ্রামে গ্যাসের চাহিদা রয়েছে ৫০০ মিলিয়ন ঘনফুট।

এর মধ্যে শিল্পখাত পর্যায়ে চাহিদা রয়েছে ২৫০ মিলিয়ন ঘনফুটের বেশি। ২২৪ মিলিয়ন ঘনফুট আবাসিক পর্যায়ে গ্যাসের চাহিদা। কিন্তু বর্তমানে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্যাসের চাহিদা থাকছে ওই ২২৪ মিলিয়ন ঘনফুট।

অথচ এলএনজি যুক্ত হওয়ার আগে গ্যাস সরবরাহ করা হতো ১৫০ মিলিয়ন ঘনফুট। বাকি ১০০ মিলিয়ন ঘনফুটের জন্য চট্টগ্রামে আবাসিক পর্যায়ে গ্যাস সংকট দেখা যেত। কিন্তু শনিবার (১১ আগস্ট) এলএনজি যুক্ত হওয়ার পর গ্যাস সরবরাহ বেড়েছে ২২৪ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ অতিরিক্ত ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ছে এলএনজি থেকে।

কেজিডিসিএলের জেনারেল কাস্টমার কর্মকর্তা অনুপম দত্ত বাংলানিউজকে বলেন, বর্তমানে গ্যাসনির্ভর বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তাই আবাসিক গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাচ্ছে। এলএনজি থেকে বর্তমানে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হলেও ধীরে ধীরে তা বাড়বে। একসময় শিল্পপ্রতিষ্ঠানের চাহিদাও তখন মেটানো যাবে।

কেজিডিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) ইঞ্জিনিয়ার মনজুরুল হক বাংলানিউজকে বলেন, এলএনজি যুক্ত হওয়ার পর অতিরিক্ত ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে। যা এতদিন আবাসিক গ্রাহক পর্যায়ে সংকট ছিল। আশা করছি কেন্দ্রীয়ভাবে কোনো সমস্যা না হলে চট্টগ্রামে আবাসিক পর্যায়ে কোনো গ্যাস সংকট থাকবে না।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।