ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানতে হবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানতে হবে রাঙ্গুনিয়ার রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজ মিলনায়তনে ‘স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধু: ১৯৪৭-১৯৭৫’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এম আহছানুল করিম পীরজাদা। এতে প্রধান আলোচক ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

তিনি বলেন, বঙ্গবন্ধু শোষণমুক্ত সোনার বাংলাদেশ চেয়েছিলেন। নতুন প্রজন্মকে অবশ্যই দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ রক্ষার কাজে নিয়োজিত হতে হবে।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনকাহিনী সম্পর্কে আলোকপাত করেন। কলেজের শিক্ষিকা পুষ্প বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক এম সিরাজ উল্লাহ, কলেজের শিক্ষক প্রদীপ কুমার দত্ত, রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘন্টা, আগস্ট ১৮, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।