ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ২০ লাখ টাকার শাড়িসহ বিভিন্ন পণ্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
শাহ আমানতে ২০ লাখ টাকার শাড়িসহ বিভিন্ন পণ্য আটক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক পণ্যসামগ্রী

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে ২০ লাখ টাকার ১৪৩টি শাড়ি, ৩ লাখ টাকার ২৪টি থ্রিপিস, ৪ লাখ টাকার ২ হাজার ৬৩৮টি ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৬ আগস্ট)দুপুরে কলকাতা থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ২০২ ও রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট আরএক্স ৭৯৮ এর চার যাত্রী গ্রীন চ্যানেল অতিক্রম করার পর এসব পণ্যসামগ্রী আটক করা হয়। তারা হলেন তপন সরকার, হ্যাপি সরকার, শুভ্রা মজুমদার ও প্রিয়াংকা মজুমদার।

  

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, কলকাতা থেকে এই চারজন প্রায়শই যাতায়াত করেন এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন ধরে বাহকের কাজ করছেন।

এ ছাড়া আরেক যাত্রীর কাছ থেকে ১ লাখ টাকার ১২টি ভারতীয় পাঞ্জাবি আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এআর/টিসি

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।