ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পশুর হাট টার্গেট করে সক্রিয় মলম পার্টি, গ্রেফতার ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
পশুর হাট টার্গেট করে সক্রিয় মলম পার্টি, গ্রেফতার ৩  নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩টি ছুরি ও অজ্ঞান করার মলমসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩টি ছুরি ও অজ্ঞান করার মলমসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোরে সদরঘাট থানার বাংলাবাজার আজিজ কলোনির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

গ্রেফতার তিনজন হলেন-মো. মানিক (২২), মো. রাজিবুল ইসলাম রাজিব (২০) ও মো. আবুদল বাতেন (২০)।

তাদের বাড়ি কুমিল্লা, মৌলভবাজার ও কিশোরগঞ্জ বলে জানা গেছে।

ওসি মো. নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার তিনজনের কাছ থেকে বিভিন্ন সাইজের তিনটি ছুরি ও মানুষকে অজ্ঞান করার মলম উদ্ধার করা হয়েছে।


সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে এ মলম পার্টির সদস্যরা। বিভিন্ন পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করে টাকা পয়সা ছিনিয়ে নেয় তারা।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান রুহুল আমিন।
 
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।