ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পুড়েছে শতাধিক কাঁচাঘর, দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
চট্টগ্রামে পুড়েছে শতাধিক কাঁচাঘর, দোকান

চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে ১৬টি দোকান, ৪টি গুদাম ও শতাধিক কাঁচাঘর। বুধবার (১৫ আগস্ট) ভোরে এবং সন্ধ্যায় নগরের ইপিজেড রেলগেট ও কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসব অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, ইপিজেড থানার রেলগেট এলাকায় আগুনে মুন্সি কলোনি, মোক্তার কলোনি, বাদল কলোনি ও দিলুনির কলোনির শতাধিক কাঁচাঘর, ১৫টি দোকান ও ৪টি গুদাম পুড়ে গেছে।

এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ভোর ২টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানান জসীম উদ্দীন।

বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কোতোয়ালীর সিনেমা প্যালেস এলাকায় একটি টায়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানান জসীম উদ্দীন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।