ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ী পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
ব্যবসায়ী পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার প্রতারণার অভিযোগে গ্রেফতার ফরহাদ উদ্দিন

চট্টগ্রাম: ব্যবসায়ী পরিচয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফরহাদ উদ্দিন (৩০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৫ আগস্ট) রাতে নগরের কালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মঈনুল ইসলাম।

গ্রেফতার ফরহাদ উদ্দিন পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের তালেব আলীর ছেলে।

মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ডিম ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে বেশি মুনাফার লাভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফরহাদ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।

বিদেশে পাঠানোর কথা বলেও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতারক ফরহাদ উদ্দিনকে গ্রেফতার খবর পেয়ে লালদীঘির গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ভিড় করেছেন ফরহাদের মাধ্যমে প্রতারণার শিকার অনেকে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad