ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নব্য রাজাকারদের তালিকা তৈরির আহ্বান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
নব্য রাজাকারদের তালিকা তৈরির আহ্বান চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আয়োজনে নাগরিক শোকযাত্রা

চট্টগ্রাম: নব্য রাজাকারদের তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

বুধবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আয়োজনে নাগরিক শোকযাত্রা ও সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

শোকযাত্রাটি নন্দনকানন ডিসি হিল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোক সমাবেশে মিলিত হয়।

মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকদের ঐক্যের আহ্বানও জানিয়ে রিয়াজ হায়দার চৌধুরী চৌধুরী বলেন, ‘বর্ণচোরাদের তৎপরতা খুব বেড়েছে। যারা একসময় বঙ্গবন্ধু আর মুক্তিযোদ্ধাদের গালি দিতেন তারা এখন ক্ষমতার মোহে নিজেদের সবচে বেশি বঙ্গবন্ধু প্রেমিক বলে দাবিদার।

মুক্তিযোদ্ধাদের তারাই বিতর্কিত করেছেন সবচে বেশি। তারা এখনো নানা কৌশলে বঙ্গবন্ধু কন্যাকে বিতর্কিত করার ষড়যন্ত্র করে চলেছে। তাই ভবিষ্যত রাজনীতি ও দেশের স্বার্থে নব্য রাজাকারদের একটি তালিকা তৈরি করতে হবে।

সমন্বয়কারী সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের সঞ্চালনায় শোক সমাবেশে আরও বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক প্রকৌশলী আলী আশরাফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. বেনু কুমার দে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ তহরুন সবুর ডালিয়া, উপাধ্যক্ষ শাহীন ফেরদৌসী, শিক্ষাবিদ অধ্যাপক ফাতেমা জেবুন্নেছা, নগর পূজা উদযাপন পরিষদ সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, বিএমএ চট্টগ্রাম কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য ডা. হোসেন আহমদ, কবি সজল দাশ, সাংস্কৃতিক কর্মী  সোমা মুৎসুদ্দী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াছির আরাফাত, রাশেদুল আরেফিন জিশান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিই নন, বাঙালির অবিসংবাদিত নেতা। রাজনীতির মঞ্চে এসে এ মহানায়ক রাজনীতিবিদ থেকে হয়ে উঠেছিলেন বাঙালির মুক্তি সংগ্রামের প্রতীক।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।