ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলব জেনারেল জিয়া’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলব জেনারেল জিয়া’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সেক্টর কমান্ডার্স ফোরামের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

চট্টগ্রাম: ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব ছিলেন জেনারেল জিয়া। ১৯৭৫ সালের পর যুগের পর যুগ ইতিহাস বিকৃতি ঘটিয়ে বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে চেয়েছিল। হত্যাকাণ্ডের সুবিধাভোগী ক্ষমতাসীন শাসকচক্র ব্যর্থ হয়েছে।’

বুধবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা ও নগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

নগরের জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, সমকালীন বিশ্বরাজনীতির অদ্বিতীয় জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার অপচেষ্টা চালিয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা।

পাকিস্তানের আইএসআই’র এদেশীয় এজেন্ট স্বাধীনতার পরাজিত শক্তির মদদে সেনাবাহিনীর কিছু উশৃঙ্খল বিপদগামী অফিসার বঙ্গবন্ধুকে সপবিবারে হত্যা করে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র আজো চলছে।
এ ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।

সংগঠনের জেলার সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদার, নগর সভাপতি সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বি কে বিশ্বাস বিপ্লব, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, সংগঠনের জেলা ও নগর নেতা সেলিম চৌধুরী, সাইফুল আলম বাবু, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশি, মো. জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, এম নুরুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন রাসেল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট কামরুল আজম টিপু, সুপ্রিয় দাশ অপু, আরিফ মঈনুদ্দিন, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয়, মঈনুল আলম প্রমুখ।

সভার আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।