ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কারাগারের শিশুদের চকলেট দিলেন জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
কারাগারের শিশুদের চকলেট দিলেন জেলা প্রশাসক কারাগারের শিশুদের চকলেট বিতরণ করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী মায়েদের সঙ্গে থাকা শিশুদের চকলেট উপহার দিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

বুধবার (১৫ আগস্ট) দুপুরে কারাগারে থাকা শিশুদের জন্য চকলেট নিয়ে যান তিনি।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার তানভীর ফরহাদ শামীম বাংলানিউজকে জানান, কারা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক।

কর্মসূচি শেষে তিনি কারাগারের নারী ওয়ার্ড ঘুরে দেখেন, বন্দী নারীদের খোঁজ নেন এবং তাদের সন্তানদের চকলেট উপহার দেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নারী ওয়ার্ডে বন্দী মায়েদের সঙ্গে প্রায় ৮০ শিশু রয়েছে বলে জানান তিনি।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাশহুদুল কবীর, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকসহ জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শোক দিবসে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানান সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

তিনি জানান, শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল, আলোচনা সভা এবং কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও বিকেলে কারা মসজিদে দোয়া মাহফিল এবং কারাগারের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।