ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চসিকের পুষ্পস্তবক অর্পণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চসিকের পুষ্পস্তবক অর্পণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগর ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগর ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বুধবার (১৫ আগস্ট) সকালে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে চসিকের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এএইচএম সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, জেসমিন পারভিন জেসি, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারসহ করপোরেশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, ভারপ্রাপ্ত মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী-লীগ(সিবিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ড সচিব ফোরাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও নগর ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রতন দে, কোষাধ্যক্ষ তারেক সুলতান, প্রচার সম্পাদক রতন শীল, ওয়ার্ড সচিব ফোরামের  সভাপতি  মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক তারেক সোলতান এবং সিটি করপোরেশন কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল আযম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন আঞ্চলিক অফিস,ওয়ার্ড কার্যালয়,হাসপাতাল সহ শিক্ষা প্রতিষ্ঠানে    মিলাদ মাহিল, আলোচনা সভা এবং সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতাকা অর্ধনমিত করন,কালো ব্যাজ ধারন ও কালো পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।