ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শোকদিবসে ভিক্ষুক পুনর্বাসনে নজির আহমদ ট্রাস্ট

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
শোকদিবসে ভিক্ষুক পুনর্বাসনে নজির আহমদ ট্রাস্ট

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস্টার নজির আহমদ ট্রাস্ট পুনরায় ৫০ ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষুকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ও প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই প্রেক্ষিতে ইতিপূর্বে বাঁশখালীর ১৫০ ভিক্ষুকের পুনর্বাসন নিশ্চিত করেছে ট্রাস্ট। সেই ধারাবাহিকতায় আরও ৫০ জন অসহায় ভিক্ষুককে পুনর্বাসন করার সিদ্ধান্ত নিয়েছে এ ট্রাস্টি বোর্ড।

ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি'র সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও জাতীয় শোক দিবসে ট্রাস্ট পরিচালিত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও এতিমখানায় জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে।

মুজিবুর রহমান সিআইপি বলেন, পর্যায়ক্রমে সকল ভিক্ষুকের পুনর্বাসনের মাধ্যমে বাঁশখালীকে ভিক্ষুকমুক্ত সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে ইনশাআল্লাহ'।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের অন্যতম সদস্য মাওলানা মফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল কাদের, সাইদুর রহমান চৌধুরী জিহান, সেলিম রেজা, জাকির হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।