ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে শরৎকালীন ওপেন ডে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
সিআইইউতে শরৎকালীন ওপেন ডে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সেমিস্টার ভিত্তিক আয়োজন ‘সিআইইউ ওপেন ডে’ অনুষ্ঠিত

চট্টগ্রাম: নানা আয়োজনের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সেমিস্টার ভিত্তিক আয়োজন ‘সিআইইউ ওপেন ডে’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।

তিনি বলেন, জীবন গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে সিআইইউর শিক্ষার্থীরাই হবে একেকজন আইডল।  

উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী বলেন, সিআইইউ একটি অলাভজনক প্রতিষ্ঠান।

এখান থেকে ট্রাস্টিরা কোনো ধরনের সম্মানী বা ভাতা নেন না।

প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান বলেন, সিআইইউর গুণগত দিকগুলো যাতে সবাই দেখতে পারে তাই এ ওপেন ডে’র আয়োজন।  

সিআইইউর পরিবেশ সম্পর্কে জানতে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের সিআইইউর নিজস্ব ক্যাম্পাস, ল্যাব, বিভিন্ন অনুষদ ঘুরে দেখার আমন্ত্রণ জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিআইইউর আইন অনুষদের উপদেষ্টা এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, ব্যবসায় অনুষদের ডিন ড. মো. নাঈম আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, প্রক্টর ড. এম এম নুরুল আবসার প্রমুখ।

ওপেন ডে উপলক্ষে সিআইইউতে ছিলো স্পট অ্যাডমিশন ও সিআইইউ ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ।

নতুন শিক্ষার্থীদের নানা তথ্য দিয়ে সাহায্য করার জন্য স্থাপন করা হয় একটি অনুসন্ধান বুথ।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।