ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ হেফাজতে আসামি পালানোর ঘটনায় বরখাস্ত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
পুলিশ হেফাজতে আসামি পালানোর ঘটনায় বরখাস্ত ২

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে দায়িত্বে অবহেলার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে বলে বাংলানিউজকে জানান সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
আরও খবর>>
**
পুলিশ হেফাজত থেকে পালালো আসামি
বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন- আকবরশাহ থানার উপ-পরিদর্শক ফখরুল ইসলাম ও নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রসিকিউশন বিভাগের কনস্টেবল হাসান চৌধুরী।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, দায়িত্বে অবহেলার কারণে ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মোহাম্মদ শওকত আলী ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) ফারুক উল হাসান তাদের বরখাস্তের আদেশ দেন বলে জানা যায়।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনে পু্লিশ হেফাজত থেকে পালিয়ে দেয় মাদক মামলার এক আসামি মাসুদ রানা (২২)। মাসুদ রানাকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসকে/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।